Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কৃষি তথ্য সার্ভিস

কৃষি বিষয়ক তথ্যের জন্য যোগাযোগ করুনঃ   http://www.ais.gov.bd/

 

নাগরিক দলিল (সিটিজেন চার্টার)

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পিরোজপুর।

 

৫।

 

নাগরিক দলিল (সিটিজেন চার্টার)

 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পিরোজপুর।

 

১। অফিস/দপ্তরের নাম         : উপ-পরিচালক এর কার্যালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পিরোজপুর।

২। সেবা প্রদানের বিষয়         : সকল শ্রেনীর কৃষকদের জন্য কৃষি সম্প্রসারণ সহায়তা প্রদান।

                                    : সকল শ্রেনীর কৃষকদের সাথে কাজ করা।

                                    : কৃষি গবেষণা ও কৃষি সম্প্রসারণ জোরদারকরণ।

                                    :  গবেষণালব্দ লাগসই প্রযুক্তি সম্প্রসারণের লক্ষ্যে কৃষক ও সম্প্রসারণ  

                                        কর্মীদের প্রশিক্ষণ প্রদান।

                                    : মৌসুম ভিত্তিক বিভিন্ন ফসলের প্রদর্শনী স্থাপন ও তদারকী।

                                    : সমন্বিত কৃষি বিষয়ে কৃষকদের পরামর্শ প্রদান।

                                    : পরিবেশ সংরক্ষণের সমন্বিত সহায়তা প্রদান।

                                     : উপজেলা ও ব্লক পর্যায়ের কৃষিদপ্তর পরিদর্শন ও দিক নির্দেশনা প্রদান এবং প্রশাসনিক কার্যাদি সম্পাদন।

৩। সেবা প্রদানের নূন্যতম সময়সীমা : সকাল ৯.০০ ঘটিকা হইতে বিকাল ৫.০০ ঘটিকা। এছাড়া জরুরী  প্রয়োজনে চাহিদা মাফিক সেবা প্রদান।

৪। সেবা প্রদানে আইনানুগ ফি/ব্যয়        : নাই।

৫। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা                     : উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পিরোজপুর।

৬। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার টেলিফোন নং             : ০৪৬১-৬২৪৬১, ৬২৩৭৭।

৭। মিশন ষ্টেটমেন্ট : সকল শ্রেনীর চাষীদেরকে তাঁদের চাহিদা ভিত্তিক ফলপ্রসু ও কার্যকর সম্প্রসারণ সেবা

প্রদান করা যাতে তাঁরা তাঁদের সম্পদের সর্বোত্তম ব্যবহার করে স্থায়ী কৃষি ও আর্থ-সামাজিক উন্নয়নে

অবদান রাখতে পারে।

৮। ভিশন-২১                                : ২০১২ সালের মধ্যে খাদ্য সয়ংসম্পূর্নতা অর্জন।

৯। কৃষি বিষয়ক প্রযুক্তির প্রচার           : কৃষি বিষয়ক প্রযুক্তি সম্বলিত বিভিন্ন প্রকারের পোষ্টার/ বুকলেট/ লিফলেট/ফোল্ডার ব্যবহার/সরবরাহ করা হয়।

 

 

 

 

 

৬।

ক) চাষী পর্যায়ে উন্নত মানের ধান, গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্প।

খ) চাষী পর্যায়ে উন্নত মানের ডাল, তেল ও পিয়াজ বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্প।

গ) ধান ফসলের ফলন পার্থক্য কমানো প্রকল্প।

ঘ) দ্বিতীয় শস্য বহুমূখী করণ প্রকল্প।

ঙ) এসআরডিপি অফ ইরি প্রকল্প।

চ) মাটির স্বাস্থ্য সুরক্ষায় জৈব সার উৎপাদন ও ব্যবহার কর্মসূচী।

ছ) ইসিআরআরপি প্রকল্প।

জ) ডিজাস্টার এ্যান্ড ক্লাইমেট রিস্ক ম্যানেজমেন্ট ইন এগ্রিকালচার (ডিসিআরএমএ) প্রজেক্ট।